শরীর খোঁজে আজও সে
বছর ষাট এর অনাসক্ত বৃদ্ধাও 'গারদ' এর জানলার শিক ধরে চেয়ে থাকে,
শরীর খোঁজে কোনো এক চরিত্রহীন এর।
কারণ তার মুক্তি মেলেনি এই অভিনয় থেকে,
কাম হীন দেহকেও সে বিলিয়ে দিতে প্রস্তুত,
কখনো দুটো পয়সার আশায়,
কখনো বা নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে।
সেই বছর তেরোর ছোট্ট মেয়েটি
যে কিনা পথ ভুলে এসেছিল এই পুণ্যভূমিতে,
যেখানে অতৃপ্ত মানুষ দের তৃপ্তি মেটানোর কাজ চলে।
কেউ আজও তার তৃপ্তি মেটায়নি।
কেউ দেখেনি তার চোখের কোনার জল,
দেখেছে শুধু স্তনবৃন্তের ঔদ্ধত্য।
দেখেনি ওই ঠোঁটের কোনার মিষ্টি হাসি টুকু,
নিষ্পাপ চাহনি কিংবা নির্ভুল সংলাপে লেখা ওই দুটি চোখ!
কারোর চোখে পড়েনি,
তাই আজও সে অপেক্ষারত,
তার এই যান্ত্রিক শরীর কে বিলিয়ে দিতে,
কোনো এক কামুক সাগরে!
বছর ষাট এর অনাসক্ত বৃদ্ধাও 'গারদ' এর জানলার শিক ধরে চেয়ে থাকে,
শরীর খোঁজে কোনো এক চরিত্রহীন এর।
কারণ তার মুক্তি মেলেনি এই অভিনয় থেকে,
কাম হীন দেহকেও সে বিলিয়ে দিতে প্রস্তুত,
কখনো দুটো পয়সার আশায়,
কখনো বা নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে।
সেই বছর তেরোর ছোট্ট মেয়েটি
যে কিনা পথ ভুলে এসেছিল এই পুণ্যভূমিতে,
যেখানে অতৃপ্ত মানুষ দের তৃপ্তি মেটানোর কাজ চলে।
কেউ আজও তার তৃপ্তি মেটায়নি।
কেউ দেখেনি তার চোখের কোনার জল,
দেখেছে শুধু স্তনবৃন্তের ঔদ্ধত্য।
দেখেনি ওই ঠোঁটের কোনার মিষ্টি হাসি টুকু,
নিষ্পাপ চাহনি কিংবা নির্ভুল সংলাপে লেখা ওই দুটি চোখ!
কারোর চোখে পড়েনি,
তাই আজও সে অপেক্ষারত,
তার এই যান্ত্রিক শরীর কে বিলিয়ে দিতে,
কোনো এক কামুক সাগরে!
অপূর্ব লেখা ��
উত্তরমুছুনঅন্যরকম তবু তো বাস্তব, আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল
উত্তরমুছুন