ভালোবাসার এপিটাফ ।
অরূপ ।
যারা লিখে গেছে শেষবার,তাদের হিসেব হয়েছে ভুল।
যারা জলের ও বিভেদ করেছে তরাই ভুলে গেছে বিলকুল ।
রক্ত বেগে প্রবহিত হয় শিরা থেকে ধমনিতে।
রক্তের ছিটে লেগে আছে এপিটাফের শেষ লাইনে।
জানতাম প্রেয়সী মায়ের মত স্নিগ্ধ , এটাও সত্য যে সে অনাট্যমি তে দক্ষ ।
হৃদপিণ্ড চিরে সে দেখেছে কোথায় কটা প্রকষ্ট,
ঘরময় ছরিয়ে আছে রক্ত ,যন্ত্রনা আমারও অল্পবিস্তর হয় ।
নুডলসের মত ছিড়ে আসে শিরা , শরীরেরই হয় অবক্ষয়,
যেখানে সভ্যতার ধর্ম ক্ষয়,সময়ও খানিকটা তাই।
এসো আমরা এপিটাফে শুয়ে ইতিহাস হয়ে যাই।
অরূপ ।
যারা লিখে গেছে শেষবার,তাদের হিসেব হয়েছে ভুল।
যারা জলের ও বিভেদ করেছে তরাই ভুলে গেছে বিলকুল ।
রক্ত বেগে প্রবহিত হয় শিরা থেকে ধমনিতে।
রক্তের ছিটে লেগে আছে এপিটাফের শেষ লাইনে।
জানতাম প্রেয়সী মায়ের মত স্নিগ্ধ , এটাও সত্য যে সে অনাট্যমি তে দক্ষ ।
হৃদপিণ্ড চিরে সে দেখেছে কোথায় কটা প্রকষ্ট,
ঘরময় ছরিয়ে আছে রক্ত ,যন্ত্রনা আমারও অল্পবিস্তর হয় ।
নুডলসের মত ছিড়ে আসে শিরা , শরীরেরই হয় অবক্ষয়,
যেখানে সভ্যতার ধর্ম ক্ষয়,সময়ও খানিকটা তাই।
এসো আমরা এপিটাফে শুয়ে ইতিহাস হয়ে যাই।
অন্য রকম কিন্তু মন ছুঁয়ে গেল
উত্তরমুছুন