নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ১ এপ্রিল, ২০১৯

স্পর্শ - লেখা
************
অসম্ভবভাবে ছুঁতে চাইছি তোকে
না , দৃষ্টিতে নয় ,নয় স্পর্শের আতিশয্যে
একান্ত অনুভবে ,বিনা বাক্যব্যয়ে।
দুরত্বেও ছুঁয়ে থাকা যায়।

কোনো প্রমাণের সীমারেখা চায়না মন,
অতিরিক্ত প্রকাশের শব্দক্ষরণ আজ অবান্তর।
তোর সাথে বসবাসের জন্য তোর তোকে খুঁজে পাই~
দিনের শুরু কিম্বা শেষের প্রতিটি উত্থান আর অবক্ষয়ে।।

মনের ভেতর যে মনন থাকে !
তার গলা টিপে হত্যা অসম্ভব~
সে জানে প্রতিনিয়ত বাঁচার জন্য ,
আজ তোর স্মৃতিরা ভীষণ আবশ্যিক।।
তাই অযাচিত উপেক্ষাদের জমিয়ে রাখিস !!
একদিন বদলে দেবো ঠিক
সময়ের গৈরিক পদচারণায়
অন্য ভোরের কাঙিক্ষত অধ্যায়ে ।।

.....................................©তন্মনা



৪টি মন্তব্য: