ইমাজিনেশন যখন ইলুউশন
বিকাশ দাস (বিল্টু )
(18-04-19)
ইমাজিনেশন য্খন ইলুউশন হয় তখনি পেইন্টিং হয় দার্শনিক ভাবধারার
ভাবের বহিঃপ্রকাশ হয় পোড়খাওয়া রাজনৈতিক বিশ্লেষকের, সাহসিকতা এভারেস্ট বিজয়ী বাচেন্দ্রি পালের
কলমের আঁচড়গুলো বুকের ভিতরের আবদ্ধ পিঞ্জরায় বিঁধতে থাকে, দংশনে দংশিত বিষ হজম করে বেরিয়ে আসে অবয়ব, কিংবা মানসরুপী মূর্তি, ভাসতে থাকে মূর্তমান এক বাস্তব ও বীভৎস রূপী
কথার বুলেট কিংবা প্রতিশ্রুতির বন্যা বিঁধে গাণ্ডীব তীরের ফলার ন্যায়, শিহরিত কানের স্নায়ুর সাথে চোখের যোগ সূত্র !
চোখে ঝাপসা প্রতিচ্ছবি আঁকে ,ইমাজিনেশন এর কথা আসতেই আবার ইলুউশন হওয়ার ভয়ে বুকটা আর্তনাদ করে কাচ ভাঙার বেদনায়
আয়নার সামনে দাঁড়িয়ে আমার আমি কে প্রশ্ন করতেই দুচোখে বন্যার জল গড়িয়ে আসে, আয়না দেখে ফেলে এই ভয়ে আয়নাকে বলেই দেই আমি আমার বেশ
মুচকি হেসে আয়না বুঝে নেয় হৃদয়তীরের শোকানল
কি যে খেলা খেলছে তা শুধু মন আর মনেই জানে.....
##c@biltu@##
বিকাশ দাস (বিল্টু )
(18-04-19)
ইমাজিনেশন য্খন ইলুউশন হয় তখনি পেইন্টিং হয় দার্শনিক ভাবধারার
ভাবের বহিঃপ্রকাশ হয় পোড়খাওয়া রাজনৈতিক বিশ্লেষকের, সাহসিকতা এভারেস্ট বিজয়ী বাচেন্দ্রি পালের
কলমের আঁচড়গুলো বুকের ভিতরের আবদ্ধ পিঞ্জরায় বিঁধতে থাকে, দংশনে দংশিত বিষ হজম করে বেরিয়ে আসে অবয়ব, কিংবা মানসরুপী মূর্তি, ভাসতে থাকে মূর্তমান এক বাস্তব ও বীভৎস রূপী
কথার বুলেট কিংবা প্রতিশ্রুতির বন্যা বিঁধে গাণ্ডীব তীরের ফলার ন্যায়, শিহরিত কানের স্নায়ুর সাথে চোখের যোগ সূত্র !
চোখে ঝাপসা প্রতিচ্ছবি আঁকে ,ইমাজিনেশন এর কথা আসতেই আবার ইলুউশন হওয়ার ভয়ে বুকটা আর্তনাদ করে কাচ ভাঙার বেদনায়
আয়নার সামনে দাঁড়িয়ে আমার আমি কে প্রশ্ন করতেই দুচোখে বন্যার জল গড়িয়ে আসে, আয়না দেখে ফেলে এই ভয়ে আয়নাকে বলেই দেই আমি আমার বেশ
মুচকি হেসে আয়না বুঝে নেয় হৃদয়তীরের শোকানল
কি যে খেলা খেলছে তা শুধু মন আর মনেই জানে.....
##c@biltu@##
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন