ইউটিউব এ আমার শর্ট ফিল্ম গুলো আপলোড করে 'views' উঠানোর চেয়ে অনেক বেশি মূল্যবান দর্শকাসনের প্রথম শাড়ি থেকে শেষ শাড়ি পর্যন্ত করতালি শব্দ।
১.) অর্পন বসাক একটা সাধারণ ছেলের নাম। হঠাৎ একটা ইচ্ছে হলো আর দুটো শর্টফিল্ম করে নিলে ? নাকি শুরুর গল্পটা একটু জানাবে আমাদের।
উঃ- আমার ডিরেক্টরিয়াল জীবনের শুরুটা একটু আলাদা, যখন আমি ক্লাস সিক্সে পড়ি সেই সময় থেকেই ছবি বানানোর ভূত মাথায় চাপে, বাবা 'eyepod' কিনে দিয়েছিল, সেই 'eyepod' নিয়ে শুট করতাম বন্ধু-বান্ধবদের সঙ্গে। যদিও সেই ভিডিও গুলো আমার 'eyepod' বন্দি থাকতো, এবং আমার আশেপাশের বন্ধুরা, মা-বাবা কেই দেখাতাম। সেখান থেকেই আমার কাজের শুরু, কাজ বললে ভুল হবে সেটা আমার কাছে ক্ষ্যাপামি। তারপর প্রথম মোবাইল ফোনের শর্ট ফিল্ম বানাই যার নাম "Virtual World", অভিনয় করেছিল সুপ্রতিম সাহা।
তারপর স্কুল লাইফ থেকে প্লানিং ছিল 'film studies' নিয়ে পড়বো,12 pass out করার পর "Pailan College of Management and Technology" তে 'Media Science' নিয়ে পড়ার জন্য ভর্তি হই, আস্তে আস্তে তারপর "Inner Me" "Abar Asbo Phire" "Chitrokar", এই তিনটে শর্ট ফিল্ম as director কাজ করি, সবাইকার ভীষণ ভালো লাগে এবং সাহস করে পরবর্তী পদক্ষেপটা এক্কেবারে ফিচার ফিল্ম যার নাম "প্রতিফলন"।
২.) "ইনার মি" এবং "চিত্রকার" ( দু-লাইনে ডেফিনেশন দাও) মানে কি নিয়ে ছবি দুটো।
উঃ-"Inner Me" এমনই একটা গল্প যেটা মূলত বহিরাঙ্গের সৌন্দর্য Vs নিজের ভেতরকার সৌন্দর্য কে ঘিরে।
"চিত্রকার" গল্পের মধ্যে সাসপেন্স রয়েছে প্রতিমুহূর্তে। একটা রহস্যজনক পেন্সিল কি কিরে গোটা গল্প।
৩.)অনেক শর্টফিল্ম হচ্ছে তাহলে তোমারটা আলাদা কেন ? মানে নিজের কাজ কে তো তুমি এগিয়ে রেখেছ বা রাখছ নিশ্চয়?
উঃ-শর্ট ফিল্ম ব্যাপারটা এখন ভীষণভাবে প্রচলিত, তবে আমি মনে করি যে ইউটিউব টা আমার লক্ষ্য না, ইউটিউব এ আমার শর্ট ফিল্ম গুলো আপলোড করে 'views' উঠানোর চেয়ে অনেক বেশি মূল্যবান দর্শকাসনের প্রথম শাড়ি থেকে শেষ শাড়ি পর্যন্ত করতালি শব্দ,তাই আমার দুটো শর্ট ফিল্ম একটা নাম "আবার আসবো ফিরে" আর একটা নাম "চিত্রকার" দুটোই প্রাইভেট স্ক্রীনিং করেছি একটা করেছি "যোগেশ মাইম একাডেমিতে" আর একটা "জ্ঞান মঞ্চে"।
মোট তিনটে শর্ট ফিল্ম "আবার আসবো ফিরে" "চিত্রকার" "ইনার মি"
৪.) চিত্রকারের অভিনেতা, অভিনেত্রির নাম?
উঃ-চিত্রকারের মুখ্য ভূমিকায় অভিনয় করেছে সুপ্রতিম সাহা ( সৌম্য ) চরিত্রে, অভিনেত্রীর চরিত্রে রয়েছে সৃতামা কর্মকার ( এশা ) চরিত্রে, এবং শ্রেয়া রয় চৌধুরি ( মেঘনা ) চরিত্রে।
মানুষকে ভাবাবে, কাঁদাবে আবার হাসাবেও
৫.) কলকাতার জ্ঞান মঞ্চে দেখানো হলো এই দুটো("ইনার মি" এবং "চিত্রকার") শর্টফিল্ম, আচ্ছা তাহলে সবার কাছে কিভাবে পৌঁছবে এই দুটো ছবি?
উঃ- 'ইনার মি'র ক্ষেত্রে বলবো এটা পুরোপুরি প্রডিউসারের উপর ডিপেন্ড করছে যে কোন ওয়েব প্লাটফর্মে রিলিজ করবে।
আর যেহেতু 'চিত্রকারের' প্রডিউসার আমি আর সুপ্রতিম, আমরা খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যে ইউটিউবে রিলিজ করব 'চিত্রকার'।
৬.) তোমায় দুটো'র মধ্যে থেকে যদি বেস্ট বাছতে বলি তাহলে কোনটার নাম নেবে "চিত্রকর" নাকি "ইনার মি"?
উঃ-আমার কাছে দুটোই আমার বাচ্চার মত, ইনার মি ও চিত্রকার, ইন ফ্যাক্ট আবার আসবো ফিরে ও, সেই ক্ষেত্রে কোন একটা বাচ্চাকে বেশি ভালোবাসবো সেটা কখনোই হতে পারে না। যখন যেই ছবিটা করছি তখন কার জন্য সেই ছবিটা নিজের বেস্ট দিয়ে বানানোর চেষ্টা করি এবং পরবর্তীকালে করব।
৭.) তোমার ইচ্ছে নিশ্চয় বড়ো ছবি বানানো। আর সেক্ষেত্রে কিরকম ছবি বানাতে চাও তুমি?
উঃ-বড় ছবি বানানোর ইচ্ছে তো আছেই এবং একটা বড় ছবি বানাচ্ছি ও, ফিচার ফিল্ম যার নাম "প্রতিফলন"।
মাথায় অনেকগুলো কনসেপ্ট রয়েছে, আমি মূলত এমনই কিছু কনসেপ্ট এর ওপর বড় ছবি বানাবো যেটা দেখার পর মানুষকে ভাবাবে, কাঁদাবে আবার হাসাবে ও।
এক গতের কাজ করতে চাই না, প্রত্যেকটা নতুন নতুন কাজে, অন্য ধরনের কিছু উপহার দিতে চাই আমার দর্শককে।
৮.) একজন ডিরেক্টরকে অভিনেতা বাছতে হয়,
তুমি কিভাবে বেছে নাও একজন অভিনেতাকে?
(চেহারার ওপর নাকি অভিনয়ের ওপর)
উঃ- এই কোশ্চেনটা বেশ, অবশ্যই অভিনয়, তবে চরিত্রের সঙ্গে কম্প্রোমাইজ আমি পছন্দ করি না, আমার ভাবনার চরিত্রের চেহারার সঙ্গে, অভিনেতার চেহারা ম্যাচ না করলে, আমি কাস্টিং করি না।
৯.) নতুনদের সুযোগ দেবে তোমার নির্বাচন? দেখো এখন অবধি দাওনি যেমন তুমি জনপ্রিয় অভিনেত্রি অদ্রিজাদি'কে নিজের ছবির জন্য বাছলে। তাহলে নতুনরা কি করে সুযোগ পাবে?
উঃ-আমি নিজেই একজন নতুন পরিচালক সেই ক্ষেত্রে নতুনদের নিয়ে কাজ করার মজাই আলাদা।
যেমন 'আবার আসবো ফিরে' তে শ্রীতমা কর্মকার নবাগতা হিরোইন ছিল,'চিত্রকার'রে শ্রেয়া রায় চৌধুরী নবাগতা ছিল। তবে অদ্রিজা কে কাস্টিং করার পেছনে কারণটা হচ্ছে আমি যখন "ইনার মি"র স্ক্রিপ্টটা নিয়ে ভাবি অদ্রিজা কে ছাড়া আমার মাথায় অন্য কেউ একেবারের জন্য আসেনি।
আমি ভবিষ্যতেও আরো অনেক নতুন মুখের সঙ্গে কাজ করতে ভীষণ ভাবে আগ্রহী।
১০.) শুনলাম তোমার একটা নতুন কাজ হচ্ছে, সেটা নিয়ে একটু বলো?
উঃ-হ্যাঁ, নতুন কাজ করছি একটা, ফিচার ফিল্ম সুপ্রতিম সাহা প্রযোজিত যার নাম 'প্রতিফলন'।
শুটিং শুরু হয়ে গেছে, মূলত এটা একটা গ্রামকেন্দ্রিক গল্প যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছে সুপ্রতিম (আর্য) চরিত্রে আর নায়িকার ভূমিকায় অভিনয় করছে নবাগতা সায়ন্তনী দেব (রিমি) চরিত্রে, গল্পটা লড়াই নিয়ে আর্য আর আর আর্যর বাবার সাথে। লড়াইটা কিসের জন্য সেটাই সাসপেন্স।
আমার আর সুপ্রতিমের ইচ্ছে রয়েছে প্রথমে বানানোর পর ছবিটা ফিল্ম ফেস্টিভালে পাঠাবো তারপর রিলিজ।
১১.) শুধু মাত্র জ্ঞান মঞ্চ নাকি ইউটিউব নাকি টিভির পর্দা। নিজের কাজকে ছড়ানোর জন্য তুমি এগুলোর মধ্যে কিসের ওপর ডিপেন্ড করবে?
উঃ- নিজের কাজ ছড়ানোর জন্য আমি ভালো গল্পের উপর ডিপেন্ড করব। তারপর আসছে প্ল্যাটফর্ম কারণ এখন যে রকম ওয়েব মার্কেট তৈরি হয়েছে তার মানে এটা না যে টিভি কিংবা হলে ছবি দেখা উঠে গেছে।
একে অপরের সঙ্গে co-exist করছে, আমিও পরিচালক হিসেব co-exist করতে চাই দর্শকের কাছে পৌঁছে দেয়ার মাধ্যম গুলোর মধ্যে আমার ভাবনাগুলো।
১২.)এখন যে সমস্ত বাংলা সিনেমা হচ্ছে তাতে সাউথের সিনেমার কপি থাকছে আবার বহু সিনেমায় থাকছেনা সেগুলোএকদম নিজস্ব। তোমার মতে কোন ধরনের ছবি তুমি করতে চাইবে?
উঃ-আমি নিজস্ব ছবি করতেই বেশি প্রেফার করব, তবে নাচ গান মজা মাস্তি নিয়ে যেই ছবিগুলো হচ্ছে এক কথায় বলতে গেলে বাণিজ্যিক ছবি সেই ছবি আমি করতে চাই,কিন্তু নিজের কনসেপ্ট থাকবে সেই ছবিতে কোন অন্য জায়গাকার কনসেপ্ট কপি করে না।
১৩.) শেষ প্রশ্ন, অর্পন বসাক বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন এমন কি দেবে যার জন্য ডিরেক্টর হিসেবে অর্পন বসাককে বেছে নেওয়া হবে?
উঃ- আমি মনে করি আমার এখনো ডিরেক্টর হিসেবে অনেক কিছু শেখার বাকি আছে,তবে একটা জিনিস যেটা না বললেই নয়,যখন বাংলা ছবি দেখি আমরা সিনেমা হলে,একদম শেষে যে মানুষ গুলোর নাম যায় অর্থাৎ যারা যারা ছবিতে কাজ করেছে এন্ড ক্রেডিট এ যাদের নাম যায়, তাদের আমি সম্মান জানতে চাই, কারণ বেশিরভাগ সময়ে ওই নামগুলোকে দর্শকেরা পড়ে না, না পড়েই বেরিয়ে যায় হল থেকে, সেটা আমার খুব খারাপ লাগে। তার একটা পদ্ধতি ও বার করেছি। তবে সেটা এখন বলবো না তার জন্য দেখতে হবে 'প্রতিফলন' আমার প্রথম ফিচার ফিল্ম।
[ ডিরেক্টর অর্পন বসাকের সাক্ষাৎকার নিলেন জলফড়িং ওয়েব ম্যাগের ইন্টারভিউ সেকশন এডিটর সুদীপ্ত সেন ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন