ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

কবিতা


  উপহার
  জয়দীপ রায়

শেষের বৈশাখের
কোচিং ফেরা ব্যাগ কাধের
অন্ধকার জমে চিলেকোঠায়
বৃষ্টির ঝাপটায় ভেজা কলার
বকুনির সমুদ্র সফেন
তখনও বইছিল সিঁড়ি বেয়ে
সিঁড়ি ভাঙার ভুলের মাশুল
গুনছিল এক সদ্য জাতক
ভিজে বালুচরে লেগে যে
পায়েসের গন্ধ
উদ্বেলিত জীমূত চত্বর
পারলে ভিজুক ধান দুব্যের উঠান
ঠাকুমার শঙ্খে বেজে ওঠা
আশীর্বাদ টাও ভিজুক
ভিজুক চাতকটাও
চেয়েছি যে মেঘ পেয়েছি মল্লার
পচিঁশের উঠানে বৃষ্টি উপহারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন