ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

একটি ফ্লাশব্যাকমুখর কবিতা

• সৌমেন দাস

পুরনো খামের তহবিলে
বস্তাপচা যন্ত্রণা সব নীল হয়ে যায়
সোয়ালোপাখির মতো আনাগোনা করে স্মৃতির আর্কাইভ
মনমেরুদেশে শ্যাওলা জমে গেছে সে তো বহুদিন হল
ঘোর গৃহস্থ বয়সে তবু প্রেম ডানা ঝাপটায়
সবুজ যন্ত্রণা যত ছিল গোলাপি মুগ্ধতায় তারা মাঝে-মাঝেই লাঞ্চটেবিলে কথা কয়
স্মৃতিপিপিলিকার কামড় যে বড়ো মধুর লাগে আজ
মন-অ্যাকোয়ারিয়ামে ভেসে ওঠে,
প্রথম সেই কাছে আসা
প্রথম স্পর্শ আর
প্রথম শীৎকার…

৪টি মন্তব্য: