ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১ এপ্রিল, ২০১৯

#শেষ_থেকে_শুরু
#মুনমুন_মুখার্জ্জী
সকলের মাঝে একলাটি হয়েও আজও হারাই নি ধৈর্য নিজের,
এখনও দিতে পারি নতুন উপহার, চায় যদি তোমার নাও না খুঁজে--
নদী হতে নাই বা পারি, খাল হয়ে সেচ দেব তোমার মনে,
নতুন রূপে তুমি হবে মোহময়, আমিও মাতবো নতুন সাজে।

ফিরবে আবার ঘাস, লতা, পাতা যদি রাখো তুমি এই হাতে হাত,
আকাশে বাতাসে হবে কলরব, কোকিল গাইবে বসন্তের রাগ।
হয়তো আবার মাথা উঁচু করে সবার মাঝে গাইব গান,
নতুন ছন্দ, নতুন তালে মিলবে আমাদের রাগ অনুরাগ।

৯টি মন্তব্য:

  1. খুব ভালো লাগলো।
    "খাল হয়ে সেচ দেব" জায়গাটা বেশ ভালো লাগলো।।

    উত্তরমুছুন
  2. তন্মনা চ্যাটার্জী১ এপ্রিল, ২০১৯ এ ৮:১৯ AM

    বাঃ।। বারবার ঘুরে দাঁড়ানোর নাম জীবন।।হেরে যেতে নেই।।আগামীর লেখাগুলোর জন্য অপেক্ষায় থাকলাম।।-তন্মনা

    উত্তরমুছুন
  3. নতুন করে গড়ে তোলার গল্প।ভালো লাগল

    উত্তরমুছুন
  4. এক উত্তরণের কবিতা…
    রইলো শুভেচ্ছামাখা ভালোলাগা…

    উত্তরমুছুন