ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

সম্পর্কের ইতিকথা
বিকাশ দাস (বিল্টু )
(12-04-19)

হাড়গুলি কি আজও আছে? তা তো চৈত্রের  এক দাবদাহ  দিনে ক্যালসিয়াম শেষে ছাই !

পাললিক  শিলার জীবাশ্মে  আমি হাড়  খুঁজি, খুঁজে বের করি একটি  একটি হাড়ের মধ্যে রয়েছে কেমন আমার নিখাদ সম্পর্ক !
আর অস্থি  মজ্জায় লেপ্টে থাকা ডিএনএ তে আমার  ভালোবাসার পরশ কতটুকু

কার্বন  ডেটিং প্রয়োগ করে হারিয়ে যাওয়া মানুষের সম্পর্ক খুঁজি

সম্পর্কে  কি একবন্ধন আছে? আমার তো দ্বিবন্ধন.... তবুও সাধারণ হাইড্রোজেন

মাটিতে তো ছাই , বিয়োজিত  জৈব সারে হাড় গুলিও মাটি, আমার দেহের মাটি খনন করলেও পাই শুধুই ছাই

সম্পর্কের বন্ধনের স্নেহলতা  সেখানেই লুকিয়ে?

একটি  কালো কয়লা নিয়ে ঘুমিয়ে পড়লে গভীর সম্পর্কের সমুদ্রের তলদেশ থেকে পান্নাগুলো মনের অলঙ্কার হয়ে সম্পর্কের বুদ্ বুদ্ কে ফুটিয়ে তোলে আর উষ্ণপ্রস্রবণ জল আরও ফুটতে থাকে

বিনিদ্র রাতে চোখে কালশিটে  দাগের পরেও
আমার সম্পর্কের ইতি টানতে পারিনি

হয়তবা সম্ভবও নয়.....এ যে নিবিড় সম্পর্ক

             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন