ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

নারীদের আজও সৌন্দর্য রক্ষা করে চলতে হয় কেন?


   প্রসাধনীর আড়ালে

সুদর্শনা তন্বী, লিপ্‌স্টিকের সঠিক পরিমান ব্যবহার, লং ল্যাশ্‌, নিজেকে পাতে দেওয়ার উপকরণ মাত্র। সেই উনবিংশ থেকে আজকের শতাব্দীতেও। অন্দরমহল কেবল বদলেছে। উপঢৌকনে নারীরা পেয়েছে নিজেদের একটু অর্থনৈতিক সচ্ছলতা। সমাজের যে কোন স্তরে নারীদের আজও সৌন্দর্য রক্ষা করতে হয়। তা না হলে সমাজ তাদের আজ ও কোণঠাসা করে চলেছে। প্রায়শই নৃশংস রুপে।

কিছুদিন আগে একটি টক্‌ শো তে Ellen DeGeneres কথা বলছিলেন Jenifer Lopez এর সাথে। কথা হচ্ছিল তার low carb diet নিয়ে এবং একটি পিয়ানোর ওপর তার নৃত্য কৌশলী নিয়ে। কি ভাবে তিনি stilettos পরে উনপঞ্চাশ্‌ বছর বয়েসে অবলীলায় নৃত্য পরিবেশন করেছেন। বিশ্বাস করুন এই মাঝ্‌ বয়েসি মহিলার দিক থেকে চোখ ফেরান যায় না। তার মানে প্রসাধন আর ডায়েট্‌, যতদিন তিনি যৌবনা, ততদিন তার এই জগতে ঠাঁই।



এরপর চোখ পড়ল আরেকটি পাতায় যেখানে বলছে একটি মহিলা নিজেই নিজেকে মেরে ফেলেছে। কারণ? তার মেক্‌ আপ্‌ ঠিক স্থানে খুঁজে পাননি। হয়তো ভাবছেন আত্মহত্যা বুঝি একটু বাড়াবাড়ি। ঠিক তাই। তবে এই বাড়াবাড়ির স্থানে এক নারী পৌঁছে গেল কি ভাবে? কৈশোরে ক্লাসে এক বান্ধবীকে দেখতাম প্যাড দেওয়া অন্তর্বাস পড়তে। কি জানি, ওই ছোট্ট বয়েসে কি ভাবে যেন বুঝেছিলাম মেয়েদের ফ্ল্যাট ব্রেস্টেড হওয়াটা বুঝি বা অপরাধের। কালের পরিবর্তনে জানলাম প্যাড দেওয়া অন্তর্বাস, আজকের দিনের একটি বুমিং Industry।

একজন মহিলার ভুল breast augmentation surgery হয় । বছর দুই পর ওনাকে আবার ওই একই সার্জারি করাতে হয়। কেন শুনবেন? ওনার implantation ফেটে যায়। গ্ল্যামার ম্যাগাজিনে ২০০৬ এ একটি আর্টিকেল বলে ৩,৬৪,০০০ মহিলা এই breast augmentation surgery  করেন, যা ৪০% বেশি, বিগত পাঁচ বছরের থেকে। তাদের মধ্যে প্রায় ৮৫% মহিলাদের জীবনের ঝুকিও  ছিল।

এবার চলুন কোন এক জঙ্গলা পরিবেশে যাই। ওদের বোনা গয়না, ওদের হাতের পোড়া মাংস আমরা উন্নত সমাজ, বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। এক হাতে single malt, আরেক হাতে আপনার দেশের মাটি। weekend party র এমন বেহিসাবি মুহূর্ত আপনাদের বেশ পরিচিত, তখন পার্টির নর্তকীদের দেখতে বেশ লাগে, তাই না? ভাবেন ‘ আঃ লাগাতার উন্নতি হচ্ছে’ । আর ওই জঙ্গলা মেয়েগুলো? যাদের কারুকাজ করা accessories আপনার কন্যা, বোন, বউ অথবা মা কে বেশ মানায়। ওদের কাঁধে চড়ে ওই জঙ্গলা পুরুষগুলো এখনো আমাদের সমাজের আদিম নৃত্য পরিবেশন করে।



এই কদিন আগে, খুব তীব্র কষ্ট মাখা দুটি শব্দ পড়লাম। ‘Husband Stitch’, ভাবছেন পুরুষরাও শেলাই ফোরাই করছে বইকি আজকাল! না ঠিক তা নয় জানেন। কিছু কিছু নতুন মায়েরা ঠিক মা হওয়ার পর মুহূর্তে তাদের যোনিতে একটি additional stitch করিয়ে রাখেন। যা মহিলাদের যোনিকে সরু করে রাখে যাতে পুরুষরা সঠিক ভাবে তাদের কাম্‌  উপভোগ করতে পারে। মহিলারা, মানে এইসব মহিলাদের আর কোনদিন একই অনুভুতি ফিরে আসে না। আর্টিকেল টি আমায় বহু রাত haunt করেছে।



এযাবৎ আমরা ভেবে এসেছি যে যদি আমরা স্লিম, সুন্দরী হই তাহলেই আমরা প্রতিষ্ঠিত। কিন্তু এর আড়াল বেজায় ভয়ংকর!

আর কত গুলো women’s day এভাবেই তথ্য ভিত্তিক আর্টিকেল লিখে যাব আমরা বলতে পারেন? বদল কে আমি অস্বীকার করছি না, কিন্তু সময়ের অনুপাতে এই বদলের পরিমান কি মনে হয় সমানুপাত আপনাদের?

আসুন না, তাহলে বিশ্বকবির বানীই আত্মস্থ করি

‘আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে

বোঝা তোর ভারি হলেই ডুববে তরীখান’

২টি মন্তব্য:

  1. সত্যি কথা এরকম অবহেলায় বলার জন্য সাহস চাই। আমি নিজে পুরুষ বটে, কিন্তু অস্বীকার করি কি করে এই কঠোর সত‍্য... বাহবা জানাই লেখিকাকে।

    উত্তরমুছুন
  2. এরকম একটা লেখা লিখতে সত্যিই সাহস লাগে আর তার আগে যেটা লাগে সেটা হলো এরকম ভাবে ভাবার ক্ষমতা।
    অসম্ভব ভালো লেখা। থমকে যেতে হয়।

    উত্তরমুছুন