ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

//অন্য পরিচয়//


কতটা খারাপ হলে কাউকে খারাপ বলা যায়?
কতটা বোকা হলে কাউকে নিঃসন্দেহে ঠকিয়ে মজা পাওয়া যায়?
আচ্ছা,
        কতটুকু ভালবাসলে তাকে ভাসিয়ে দেওয়া যায়,
        অপমানের নদীতে,কুৎসিত উপত্যকায়?
       কতটুকু ক্ষমতা থাকলে অতীতকে "প্রাক্তন" নাম দেওয়া যায়?
গভীরতা!
           ভালবাসায় ছিল না, তবে প্রেমে ছিল খানিক।
          তা নাহলে কীভাবে নাগাল পেতে পুরুষ বুকের খাঁজে?
         শরীর ভেদ করে নরম মনের কানাগলিতে?

খোদাই করার খেলায় বেশ তো ছিলে মেতে,
তবে কি বলো তো?
বেশ্যা মনও যে চায় ভালোবাসা পেতে...
সংসার বাঁধতে তারও জাগে সাধ
শুধু পরিস্থিতির টানে, পিছুটান ভুলে
সয়ে যায় পরিচয়ের তীব্র অপরাধ।

অভিমানের মেঘ তার বুকেও জমে,
তোমার দেওয়া শেষ চিঠি
আজও গোপন খামে,
তবে খুলে দেখে না আর,
যে ভালোবাসা ছিল তারা আজ হয়েছে যাযাবর।
তবুও তোমায় বাঁচিয়ে রাখে তীব্র ঘৃণার চূড়ায়,
পুরুষ, নারীর অভিমান পাহাড় সমান,
বোঝা তোমার কম্ম নয়!

বলো, কি দোষ ছিল তার? কেবল বেসেছিল ভালো,
নাইবা হতে প্রেমিক,
তাই বলে কেড়ে নিলে জীবনের সব আলো!
কি নিদারুণ খেলায় মাতিয়ে তুলে
প্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে
বেচে দিলে অন্য হাতে!

কেড়ে নিল তারা এক ঝটকায় দেহের সব আবরণ,
স্ট্যাম্প দিয়েছে কপালে সেঁটে,
মালিকানা ফলায় রোজ রাতে,
আচ্ছা দেহে বেশ্যা হলেই পরে বেশ্যা কি হয় মন?

তোমার দেওয়া নতুন পরিচয়ে সে আজ দিব্যি আছে,
সেই বদনামের আঁচে প্রতি মুহূর্তে নতুন করে বাঁচে।
বিকিয়েছি শরীর ঠিকই মনটা তবুও তাজা,
মেনে নাও প্রেমিক,
প্রেমিকা হওয়া নয় অতটাও সোজা...


                                              _শিল্পা মন্ডল

১৫টি মন্তব্য:

  1. ঘৃণা আর ভালোবাসা এক ই মুদ্রার এপিঠ ওপিঠ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. একদমই তাই। আমরা ভালো না বাসলে ঘৃণতাও ঠিক করে ওঠা হয় না। অনেক ধন্যবাদ rআ নতুন বছরের প্রাণভরা শুভেচ্ছা ❤️

      মুছুন
  2. কবিতার ঘরে অন্য বাতাস বয়ে গেল…

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. খুব খুশি হলাম, সময় করে কবিতাটি পড়েছেন এবং আপনার মতামতও জানিয়েছেন। এইভাবে পাশে থাকবেন।

      মুছুন
  3. জীবনের অনেক কিছু ঘটে গেলেও , জীবনের প্রথম প্রেমের রেষ জীবন থেকে যায় ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. একদম। সত্যি প্রথম প্রেম হয়ত অনেক সময় জীবনে দুঃখ বয়ে নিয়ে আসে, তা সত্বেও ঘৃণার মধ্যে দিয়েও আমরা বাঁচিয়ে রাখি। হয়ত বা রাখতে চাই....

      মুছুন
  4. উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ। মতামত জেনে খুব ভালো লাগলো। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।🙂

      মুছুন
  5. এক রাশ কৌতুহল, টান টান উত্তেজনা যুক্ত দুর্দান্ত একটা কবিতা পড়লাম। সত্যি কবিতাটা অসাধারন। 😍😋😘🤩

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ। সময় করে পড়ে কবিতাটির মূল্যায়ণ করার জন্য। পাশে থাকবেন এইভাবে।🙂

      মুছুন
  6. দারুন পরিচয় পরিচিত করাননোর জন্য

    উত্তরমুছুন