ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

কবিতা


        প্রশ্ন বৈশাখে?
         সুদীপ্ত সেন

        গুটি ফেলে গেছে প্রজাপতি
         বসন্ত ফুরিয়ে গেছে চৈত্র সেলে
         আজ বৈশাখ।

        তোমার গায়ে নতুন কুর্তি
        ওড়না লাগেনা, নাওনি তাই
        এই কুর্তিতে আজ বৈশাখ।

        হাল খাতা নতুন পাতা পাবে
        ফুরিয়ে যে পাতা খবর হীন
       দোকানে দোকানে আজ বৈশাখ।

       যে মেয়েটা রোজ ফুল বিক্রী করে
       যে মাসি রোজ ঘর মোছে,কাপড় কাচে
       তাদের, বৈশাখে নতুন পোশাক হয়েছে? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন