দূর তবু দূর নয়...
কুনাল গোস্বামী
সেদিন কচি সবুজ ঘাসের উপর শুয়েছিলাম আমি আর আমার কবিতা
তুমি এলে শান্ত দুপুরের মতো,
দখিনে বাতাসে তখন একমুঠো গন্ধরাজ ফুলের মতো তোমার শরীরের গন্ধ
সমস্ত যৌনতা কাটিয়ে তোমার এলোকেশী চুল স্পর্শ করলো আমার কবিতা
তোমার রক্তমাংসের শরীরটা সেই কত দূরে,দূরত্বটা সত্যি বলতে অনেক
তাও তোমার বুকে নিজের মাথাটা রাখতে ইচ্ছা করে
যেমনি রাখে পূর্ণিমার রাতে জ্যোৎস্না নদীর উত্তাল বুকে!
তুমি বলো- আমি তো কবি,তাই প্রেমের ভাষাটা আমি নাকি ভালোই জানি
আমি বলি- তুমি ছাড়া প্রেমটা ঠিক মরুভূমির মতো
যেখানে হয়তো প্রাণ আছে, তবে বাঁচার তাগিদে যুদ্ধ হয় সেখানে প্রতিনিয়ত..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন