আমরা তো অনেক বিষয় এড়িয়ে যাই ... এটা নতুন বিষয় নয়..... মধুমিতা চট্টোপাধ্যায়
জলফড়িং ওয়েব ম্যাগাজিন থেকে আপনাকে প্রথমেই জানাই নমস্কার
মধুমিতা চট্টোপাধ্যায়ঃ- নমস্কার
১.) গান শেখার শুরু কি ছোটো থেকেই?
উঃ- হ্যাঁ প্রথম চার বছর বয়সে। বাড়িতেই আমার দাদুর কাছে গান শেখা শুরু হয়।
২.) ছোটোবেলায় এরকম হয়েছে ধরো তোমার খুব ইচ্ছে করছে গান করতে অথচ তোমার প্রচুর পড়া(স্কুলের) আছে আজ।
উঃ-আমার যখন যেটা ইচ্ছে করে আমি সেটাই করি। আমার মনে আছে ছোটবেলা একবার অঙ্ক পরীক্ষার আগে আমি ফেলুদার গল্প পড়ছিলাম কিন্ত পড়া শেষ করে তবেই অঙ্ক নিয়ে বসতে পেরেছি। পড়া, কাজ জমে থাকলেও গান করি। ওটা আমার এনার্জি ব্রুস্টার
৩.) ঠিক কখন থেকে মনে হলো যে, না এবার গান লিখব এবং সুর দিয়ে সেটা মানুষকে শোনাতে পারব?
উঃ-আমার গান যে আদৌ কোনওদিন গাইব সেটা ভাবিনি। কিছু ঠিক করিনি মানুষ শুনেছেন, ভালবেসেছেন আমার অনেক প্রাপ্তি।
৪.) মধুমিতা চট্টোপাধ্যায় একজন লেখিকা কারণ তিনি গান লেখেন আবার অন্য দিকে গানের সুর তৈরী করেন। তুমি কাকে এগিয়ে রাখবে লিখিকা হিসেবে তুমি নাকি কম্পোজার হিসেবে তুমি?
উঃ-গান ছাড়াও আমি লিখি। অনেক ছোট থেকেই। এটা আমার কাছে একটা থেরাপির মতো। কিন্তু আমার কাছে গান লেখা ও সুর করা অনেকটা মালা গাঁথার মতোই। দু'টো একসাথেই ঘটে। যদি আলাদা করে সুর বা অন্য কারোর সুরে লেখার সুযোগ পাই তাহলে ভেবে দেখব কাকে এগিয়ে রাখা যায় 😊
৫.) তোমার প্রথম গান যেটা মানুষ শুনেছিল অর্থাৎ প্রথম কাজ। তার নাম কি? কেমন ফিডব্যাক ছিল?
উঃ-তার ফিডব্যাক মন্দ নয়। যদিও সেটা যারা শুনেছেন তাঁরাই বললে বোঝা যাবে
৬.) "এইবার বুঝেছি সহজে" এখন এটা সবার মুখে মুখে ঘুরছে কমবেশি। এই যে এই পপুলার ব্যাপারটা তোমার কাছে কি রকম লাগে।
উঃ-বোঝ! গান ভাল লেগেছে সেটাই তো সবচেয়ে আনন্দের
৭.) যারা কবিতা লেখেন তারা কিন্তু লিরিক্স হিসেবে একটা গান লিখে দিতে পারবেন। এখন কথা হলো এই লিরিক্সটাকে সুর দিতে গেলে সেক্ষেত্রে লেখককে কিভাবে ভাবতে হয় বলে তোমার মনে হয়।
উঃ-কবিতা আর লিরিক্সের মধ্যে অনেক অমিল আছে সেটা যাঁরা লেখেন তাঁরা জানেন আমার আলাদা করে কিছু বলার নেই।
★[এইবারে তুমি এক দু কথায় উত্তর দেবে
ভাববে না বেশি]
১.) কবির সুমন না সলীল চৌধুরী?
উঃ- কবির সুমনের লিরিক, সলীল চৌধুরীর সুর ( যদি পাশাপাশি দুজনকে বসাতে হয়।)
২.) অঞ্জন দত্ত নাকি শিলাজিৎ মজুমদার?
উঃ- দুজনেই।
★[তোমার কেমন লাগে এক কথায় বলবে]
১.) চন্দ্রবিন্দু
উঃ- চন্দ্রবিন্দু মানে আমার ছোটবেলা স্কুল জীবন। ভীষণ নস্টালজিক
২.) কফিহাউস
উঃ- কফিহাউসের রবীন্দ্রনাথের ছবিটা আমার বরাবর খুব ইন্টারেস্টিং লাগে। বিশেষত সকালের দিকে যখন রোদ এসে পড়ে। আর প্রতিবার বেরোনোর সময় যে দাদু পত্রিকা নিয়ে দাঁড়িয়ে থাকেন এই দীর্ঘ বছরে উনিও কফি হাউসেরই একটা অঙ্গ হয়ে গেছেন
৩.) লগ্নজিতা
উঃ- লগ্নজিতার গায়কী স্বতন্ত্র । ওঁর গলার টোন আমার বেশ পছন্দের
★ তোমার চোখে কেমন তারা?
১.) অনুপম রায়
উঃ- অনুপম রায় একজন অসামান্য মানুষ নানা ভাবে এ আমার খুব প্রিয় একজন লেখক,
সুরকার ও সঙ্গীতপরিচালক।
২.) দেবদীপ মুখার্জী
উঃ- দেবদীপের সাথে ব্যক্তিগত ভাবে একবারই আলাপ হয়েছিল। তখনই গল্প করতে করতে উনি বলেছিলেন গানের জন্য চাকরি ছেড়েছেন। নিজের কাজের প্রতি ওঁর দৃঢ়তা খুবই উৎসাহ দেয়।
৮.) এবছরের তোমার নতুন একটা কাজ আসছে ফেসবুকে দেখতে পাচ্ছি। সেটা নিয়ে যদি একটু বলো।
উঃ- এটা আমার অন্যতম প্রিয় কবি ও সুরকার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গান। তাঁর লেখা ও সুর। সঙ্গীতায়োজন করেছেন মণিদীপা সিংহ। আর গেয়েছি আমি। মজার বিষয় হল আমরা প্রত্যেকেই নিজেরা গান লিখি ও সুর করি। যদিও সুদীপদা অনেক সিনিয়র। কিন্তু এই গানটা কোথাও গিয়ে আমাদের প্রত্যেকেরই গান হয়ে গেছে। বন্ধুরা মিলে একটা কাজ।
৯.) "এড়িয়ে যেতে হয় নিজেরই গরজে"। এইরকম একটা গান তুমি হঠাৎ লিখলে কেন?
উঃ- আমরা তো অনেক বিষয় এড়িয়ে যাই ... এটা নতুন বিষয় নয়। হয়তো গান গেয়ে কেউ বলেনি! আমি সুযোগটা কাজে লাগালাম ...
১০.) আচ্ছা অনেকের গানই কিন্তু ইউ টিউবে থাকে। যাদের গান বেশ ভালোই তা সত্বেও খুব কম জন পপুলার হয়। কোথাও কি মনে হয় তোমার যে পপুলার হতে লেগে মানে গানটা সবার কাছে ছড়াতে গেলে বিখ্যাত কারো না কারোর হাত দরকার।
উঃ- না সেটা মনে হয় না। অনেকেই ইন্ডিভিজুয়ালি কাজ করেন এবং তারা খুব ভাল করে নিজেদের কাজ প্রচারও করেন ও তাঁদের ভিউ বা লাইক শত সহস্র।
। পছন্দে-গায়িকা |
১.) প্রিয় খাবার
উঃ আলু পোস্ত ও বিরিয়ানি। দুটো এক সাথে নয় কিন্তু
২.) প্রিয় পোশাক
উঃ রাত পোশাক
৩.) প্রিয় ঋতু
উঃ গ্রীষ্ম
৪.) প্রিয় অভিনেতা, গায়ক, গানের নাম
উঃ প্রিয় গান, গায়ক অভিনেতা অনেক আছে
৫.) তোমার কাছে তোমার মা
উঃ মা আমার কাছে আমার প্রিয় বন্ধু
৬.) রাতের তারা প্রিয় নাকি নাইট ল্যাম্পের আলো?
উঃ রাতের তারা ও ল্যাম্পপোস্ট দুটোই প্রিয়
৭.) প্রিয় কবি
উঃ প্রিয় কবি অনেকেই আছেন তবু যদি একটি নাম বেছে নিতে হয় তাহলে ভাস্কর চক্রবর্তী
৮.) প্রিয় ফেসবুক কবি ( যিনি প্রতিষ্ঠিত নন)
উঃ কবি তো কবি তার আবার ফেসবুক কি টুইটার কিসের?
আমার অনেক বন্ধু বা সমসাময়িক আছেন যাঁদের কবিতা নিয়মিত পড়ি। এরকম অনেকেই আছেন। আবার অনেকেই আছেন যাঁরা ফেসবুকে কবিতা দেন না কিন্তু তাদের কবিতা পড়ি।
---------------------------
[ গায়িকা মধুমিতা চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারটি নিয়েছেন জলফড়িং ওয়েব ম্যাগাজিনের ইন্টারভিউ সেকশন এডিটর সুদীপ্ত সেন(ডট.পেন) ]
বাহ... বেশ ভালো লাগলো
উত্তরমুছুন