ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

শিখা:
জয়ীতা চ্যাটার্জী
দুঃখ পেলেই তুমি ঢুকে আসো আমার ভিতর,
 সমুদ্রের মতো ফিরিয়ে দিতে পারিনি লাশ,
তাই বুক পেতে আছি চিরতরে, তোমায় পাবো বলে তোমারই বিনিময়ে।
পিছনে জলছে দাউ দাউ করে অভ্রান্ত বেলা,
ভাঙাচোরা তুমি ঢুকে আসো,
দু হাত দিয়ে জড়িয়ে ধরো আমি!
 তখন বুকের ভিতর সম্ভবনাময় শিখা
 জীর্ণ নক্ষত্রের চেয়ে দামি।
 যে সন্ধ্যেতে জং ধরেছে অনেক পথ হাঁটা,
 সেই আধখানা জীবনের সবটুকু নিংড়ে
 পরস্পরের দিকে নিঃশেষ চেয়ে থাকা।
বুকের পথ ধরে ছুটতে ছুটতে
বেড়িয়ে আসে অশরীরী আগুন।
স্হির মানে মৃত্যু এ কথা জেনে,
 পুড়তে পুড়তে ছাই হতে হতে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন