ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১ এপ্রিল, ২০১৯

//প্রেম_অপ্রেমের গল্প//

ট্রাম লাইন ধরে হেঁটে যাওয়া বিকেল গুলো স্মৃতির পাতায় জমা,
সেই যে আমাদের প্রথম দেখা মনে পরে রমা?
পরনে তোর সাদা সালোয়ার, এলোকেশে অপরূপা,
কুয়াশায় ভিজে যেত আস্তিন,
গলার স্বরে অভিমানী সুর,
বেশ ভালোই মানাতো;
ইচ্ছে হতো হাত ধরবো,
আঙুলে আঙুল ছুঁইয়ে দিয়ে হেঁটে যাবো বহুদূর।
চেনা অচেনার গল্পগুলো থামিয়ে দিয়ে,
ব্যস্ত থাকবো শুধু এক মুঠো অভিমান নিয়ে।
রাঙা চোখে ঠোঁট ফুলিয়ে থাকা মেয়েটা,
কবে যে বদলে গেলি!
পাড়ার মোড়ে ঝালমুড়ি দেখে গলে যাওয়া অভিমানগুলো,
কবে যে লাল হয়েছিল,
টেরই পাইনি!!

তারপর, কত খুঁজেছি
লিখেছি কত-শত কথা তোর ঠিকানায়,
তবে তারাও আজ যাযাবর জানিস, 
খোলা আকাশে আজও উড়ে বেড়ায়,
আর বয়ে নিয়ে যায় আমাদের সেই
প্রেম অপ্রেমের গল্পকে..

প্রাচীন প্রেমের সংকেত আবার পিছুটানে নিয়ে যায়,
অতীত প্রেমের স্মৃতিচারণ করতে করতে
               নতুন করে তোকে আবার যেন খুঁজে পাই।
কল্পনাতে দাঁড়িয়ে থাকি ছ্যাৎলা পরা সেই খেয়াঘাটের পারে,
যে মনে বসন্তের আধিপত্য ছিল,
                       সেই মনে আজ হেমন্ত দোলে অন্ধকারে..

                   সময়ের ডাকে বারে বারে
                   মনের কারবারে
               প্রেম অপ্রেমের গল্প রোজ মনে পড়ে..

                                                    __শিল্পা মন্ডল

৭টি মন্তব্য:

  1. বসন্তের আধিপত্য এই কথা দুটো বেশ ভালো লাগল।nostalgic feeling একরকমের।

    উত্তরমুছুন
  2. দারুন লেখা দিদিভাই,খুব ভালো লাগলো

    উত্তরমুছুন
  3. দারুন লেখা দিদিভাই,খুব ভালো লাগলো

    উত্তরমুছুন
  4. খুব ভালো লাগলো বনু...😊👌
    এমন সুন্দর গল্প আরো চাই....😊😊
    অনেক ভালোবাসা আর শুভেছা রইলো...💐💐

    উত্তরমুছুন
  5. খুব ভালো লাগলো অনবদ্য লেখার জন্য অপেক্ষায় থাকবো আর ও ভালো গল্প পড়ার জন্য

    উত্তরমুছুন
  6. ভিন্ন স্বাদের এই লেখাটি ভীষণভাবে মন ছুঁয়ে গেল!শুভেচ্ছা রইল।

    উত্তরমুছুন