নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

রিটার্ন গিফ্ট/সেরা উপহার
--------
বাবা-মা দুজনেই চাকরি করায়, খুব ছোটোবেলা থেকেই দিনের বেশিরভাগ সময়টাই ঠাম্মির কাছে থাকতো আহেলি। একটু বড় হলো, তখন দুপুরবেলা, ওকে হোমটাক্স করতে বসিয়ে,  ঠাম্মিও একটা মোটা মতন খাতা নিয়ে তাতে কি সব যেন লিখতেন।
আহেলি অনেকবার দেখতে চাইলেও, উনি বারবার বলতেন --"বড় হও, তখন দেখাবো।"
প্রতিবার জন্মদিনে ঠাম্মিকে প্রণাম করে বলতো:-- "এবার তো বড় হয়েছি।"
এইভাবে ওর আঠারোতম জন্মদিনে ওর হাতে সেই খাতা তুলে দেন ঠাম্মি।

আহেলি অবাক হয়ে পড়ে, কি সুন্দর সুন্দর কবিতা!

আজ ঠাম্মির সত্তরতম জন্মদিন।  আহেলি খুব ঘটা করে পালন করলো। অনেক অতিথি অভ্যাগত।
ঠাম্মির হাতে উপহার তুলে দিলো। মোড়ক খুলে দেখলেন, ওনার কবিতাগুলো বইয়ের ভিতর। জীবনের সেরা উপহার পেয়ে, আহেলিকে বুকে চেপে ধরে কেঁদে ফেললেন।
       ********
   পাপিয়া মণ্ডল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন