নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

"হতে চাওয়া বনলতা"

চঞ্চল ভট্টাচার্য

শুধু তোমার এলো চুল অন্ধকার বিদিশার নিশার মতো করার প্রচেষ্টা এবং তোমার দেহ সৌষ্ঠব, তোমার মুখশ্রীকে শ্রাবস্তীর কারুকার্যের ন্যায় করে তুলে যদি ভাবো তুমি অরণ্যলতা হয়ে যাবে তবে ভুল ভাবছো।

পাখির নীড়ের মত চোখে যেদিন কোনো সুপ্রেমিক আশ্রয় খুঁজে পাবে, একটু শান্তি খুঁজে পাবে,
সেদিন তুমি বনলতা হওয়ার স্বপ্ন দেখো না হয়।

"প্রেমিক হওয়া কি এতই সহজ।

৫টি মন্তব্য: