ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

অতি সাধারণ এক পুরুষ প্রেমিক
   ~~ দ্বৈপায়ন চ্যাটার্জী

তুমি সাধারণ,অতি সাধারণ,
গায়ে একটা একঢালা রঙের জামা,বেশ মার্জিত,
লোমশ হাতে অতি পুরোনো মডেল এর একটি ঘড়ি,
মায়ের মতো কেউ আঁচড়িয়ে দিয়েছে এমন চুল,
বেশ সাবলীল তুমি।
একটু লাজুক,মাঝে মাঝে একটু গম্ভীর।
পুরুষত্ব ছুঁয়ে যায় তোমার আনাচে কানাচে।
পূর্ণতা না পেলেও আমি বেশ ভালো আছি।
তোমাতেই ভালো আছি।
তোমার বিশ্বস্ত হাতের আঙ্গুল গুলো ধরে আমি চলতে অভ্যস্ত,
বেশ নিজেকে সর্বাঙ্গীন মনে হয়।
হয়তো তোমার রূপের ঝলক এ হাজার নারীরা ভিড় জমায়না,
হয়তো কেউ অসাধারণত্ব দেখে না তোমার চোখের গভীরে,
তবু আমি বেশ সুখী তোমাতেই,
তোমার জলীয় মননেই এ আত্মার তেজ ঢেলেছি,
মিলেমিশে একা কার হয়ে যাবে।
তুমি এরকম ই থেকো,শুধু আমার পুরুষ হয়ে,
তোমারই মধ্যে আমি নারীত্বের স্বাদ পাই।

৭টি মন্তব্য:

  1. সত্যি দারুন নিজের জীবনের মিল খুঁজে পেলাম।এরকম এক পুরুষ আমার জীবনেই আছে হে সাধারণ হয়েই অনেকের থেকে বেশি অসাধারণ।

    উত্তরমুছুন
  2. তন্মনা চ্যাটার্জী৪ এপ্রিল, ২০১৯ এ ১০:৪৮ PM

    খুব সুন্দর

    উত্তরমুছুন