১লা বৈশাখ
বেবী পোদ্দার
খুলে যায় যত দ্বার,বন্ধ দুয়ার
গ্রামের পর গ্রাম
শহর এসেছে মানুষের সমাগমে
গ্রাম এসেছে আগে-
প্রবেশ করেছে বৈশাখ
ঝড় জল বৃষ্টি বাদল।
পল্লবিত আম্রপত্র
দরজায় স্বত্বিক চিহ্ন
আজ হাল খাতা?
বদলে যাচ্ছে সব ধুলো ঝড়
কাঁচা আম কুড়াবার ধূম
সে সব আজ কোথায়?
তবু এসেছে বৈশাখ।
দই মিষ্টি ইলিশ
এসেছে শিবের গাজন
আজ এসেছে বৈশাখ
মেলা পার্বন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন