শীতকাল:
জয়ীতা চ্যাটার্জী
জানি তুমি জানো নি জানে নি তোমার মন
কখন ছায়াপথ থেকে তুলে নেয় ধ্রুবতারা,
মুছে দেয় অবসন্ন ক্ষন।
তোমার শীতল জাপটে ধরা নেয় না শরীর স্নায়ু।
তুলে নিতে নিতে বুকের রাজ্য, নিশ্বাসে কমে বায়ু।
অমন হিমেল কাতর চুমু অবশ ঠোঁটেই ঝরায় রক্তপাত,
তোমার গায়ের গন্ধ মাখে রাতের মায়া অমানিশার জাল।
কনকনে হাতের ছোঁয়ায় তোমার ,
আঙুল হারায় সহ্য বোধ।
অমর মেঘলোকে বিছিয়ে রাখা দুটি চোখ
আর পৃথিবীর কাছে আদরের ঋণ শোধ।
তোমার এমন ঠান্ডা শরীর রক্তে মাংসে মরণ ডেকে আনে।
পদ চিহ্নগুলো বুকে তোলা থাকে
দেহ মরে গেলেও মিশে যাই
তোমার নিঃশ্বাসে আর ঘ্রাণে।
তোমার বরফ নিঃশ্বাস ছুঁয়েছে
গলা, বুক, পিঠ আজীবন ইচ্ছামতো।
দূর থেকে যতই দূরে চলে যাই
তোমার প্রশ্বাস জুড়ে আমার চিহ্ন অবিরত।।
জয়ীতা চ্যাটার্জী
জানি তুমি জানো নি জানে নি তোমার মন
কখন ছায়াপথ থেকে তুলে নেয় ধ্রুবতারা,
মুছে দেয় অবসন্ন ক্ষন।
তোমার শীতল জাপটে ধরা নেয় না শরীর স্নায়ু।
তুলে নিতে নিতে বুকের রাজ্য, নিশ্বাসে কমে বায়ু।
অমন হিমেল কাতর চুমু অবশ ঠোঁটেই ঝরায় রক্তপাত,
তোমার গায়ের গন্ধ মাখে রাতের মায়া অমানিশার জাল।
কনকনে হাতের ছোঁয়ায় তোমার ,
আঙুল হারায় সহ্য বোধ।
অমর মেঘলোকে বিছিয়ে রাখা দুটি চোখ
আর পৃথিবীর কাছে আদরের ঋণ শোধ।
তোমার এমন ঠান্ডা শরীর রক্তে মাংসে মরণ ডেকে আনে।
পদ চিহ্নগুলো বুকে তোলা থাকে
দেহ মরে গেলেও মিশে যাই
তোমার নিঃশ্বাসে আর ঘ্রাণে।
তোমার বরফ নিঃশ্বাস ছুঁয়েছে
গলা, বুক, পিঠ আজীবন ইচ্ছামতো।
দূর থেকে যতই দূরে চলে যাই
তোমার প্রশ্বাস জুড়ে আমার চিহ্ন অবিরত।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন