নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

তোমার পাগলি
-----------
আমার স্বপ্নেরা আকাশ ছুঁতে চায় নি কখনো,
ইচ্ছেরা বলেনি উড়ে যাবো ডানা মেলে।
বাস্তবের  মাটিতে দাঁড়িয়ে, শান দিয়েছি আশায়,
ভালোবাসার কাছেও চাহিদা বড়ই এলেবেলে!

 আমার কাছে ভালোবাসা মানে নয় প্রাণ বাজি রাখা,
হিংস্র ষাঁড়ের চোখে লাল রুমাল বাঁধা নয়,
নয় একশো আটটা নীলপদ্ম খুঁজে আনা ,
কিংবা ট্রয়ের যুদ্ধের পুনরাবৃত্তিও নয়।

আমার ভালোবাসার কাছে আমি অকপট হতে চাই,
চাই যখন তখন যা খুশি বায়না করতে,
শ্রাবণের সন্ধ্যায় ফুচকা খাওয়ার আবদার
কিংবা...
 জোৎস্না রাতে তোমার হাতে হাত রেখে অনেকটা পথ হাঁটতে।

অনবরত হাসি ঝুলতে থাকা ঠোঁটের কোণে,
সব আবদার পূরণের নাম তুমি।
যে কথাটা সবসময় পুষে রাখো মনে,
"পাগলি - তোকে ছাড়া অসম্পূর্ণ আমি"।
                  *****

পাপিয়া মণ্ডল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন