| আমি জলবাজ বলছি |
তেলবাজ আর জলবাজের যামানায়
আমি জলবাজ বলছি
বৃষ্টির জন্য চাতক যেমন তেমন
চেয়ে আছি তোমার নৈকট্যে এক প্রকল্পস্বাদ।
কাজের বিনিময়ে খাদ্য হলেও
এখন দখলের বিনিময়ে বিজয়
কিইবা আসে যায় অবৈধ বিচরণে
সাদা বকের কা কা শব্দে
অথচ শহরগুলো কাঁদছে তাঁর হারানো শিল্পকলার জন্য।
তেল আর জল যেমন মিশে না
তেমনি ভালো আর মন্দ
সিন্ডিকেট যদি লেজুরিপনা
লোভাতুর খলনায়কের হয়
শেষ দৃশ্যে এসে মার খেতেই হবে কাহিনীকারের হাতে।
আমি জলবাজ বলছি
রক্তাক্ত বিভাজনের চেতনাবিমুখ এক মৈত্রীপুরুষ
মা মাটি আর মানুষের কবি।
যতদূর দৃষ্টি যায়
এক নৈসর্গিক চিত্রকারীগর আমাকে
নির্দেশনা দেয়
ভালোবাসা আর শুধুই ভালোবাসা
সম্প্রীতি সমঝোতার দরদী সমাজ
তেল না আমি জলবাজ বলছি।
কবিঃ- ফারুক মোহাম্মদ ওমর
তেলবাজ আর জলবাজের যামানায়
আমি জলবাজ বলছি
বৃষ্টির জন্য চাতক যেমন তেমন
চেয়ে আছি তোমার নৈকট্যে এক প্রকল্পস্বাদ।
কাজের বিনিময়ে খাদ্য হলেও
এখন দখলের বিনিময়ে বিজয়
কিইবা আসে যায় অবৈধ বিচরণে
সাদা বকের কা কা শব্দে
অথচ শহরগুলো কাঁদছে তাঁর হারানো শিল্পকলার জন্য।
তেল আর জল যেমন মিশে না
তেমনি ভালো আর মন্দ
সিন্ডিকেট যদি লেজুরিপনা
লোভাতুর খলনায়কের হয়
শেষ দৃশ্যে এসে মার খেতেই হবে কাহিনীকারের হাতে।
আমি জলবাজ বলছি
রক্তাক্ত বিভাজনের চেতনাবিমুখ এক মৈত্রীপুরুষ
মা মাটি আর মানুষের কবি।
যতদূর দৃষ্টি যায়
এক নৈসর্গিক চিত্রকারীগর আমাকে
নির্দেশনা দেয়
ভালোবাসা আর শুধুই ভালোবাসা
সম্প্রীতি সমঝোতার দরদী সমাজ
তেল না আমি জলবাজ বলছি।
কবিঃ- ফারুক মোহাম্মদ ওমর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন