ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

কবিতা
    """ একটা ছেলে """
====================
একটা ছেলে--
আপন মনেই
গল্প লেখে
কথার পরে সাজায় কথা
জমানো ব‍্যথা,
টুকরো স্মৃতি
তুফান মাখা,
ডুব দিয়েছে
আনবে তুলে
যন্ত্রণারই শব্দ দিয়ে
অনুভুতির জাল সে বোনে।

একটা ছেলে--
ভীষন আবেগ
সুরেই মাতে
নিশুত রাতে
চাঁদের খোঁজে
রাতজাগা চোখ যায় যে নিয়ে
স্তব্ধ বিলাপ
অন‍্যখানে
আকুতি তার,
ভাঙা গীটার
জ‍্যোৎস্না ছোঁয়া রেলিং জানে ।

একটা ছেলে--
সব অভিমান
জমিয়ে রাখে
অন‍্য কোনো
চশমা কাঁচে,
সময় করে খবর খোঁজে
ঘড়ির কাঁটায়
সময় ছোটায়
তুমুল কাঁদে
অনুভবে তাকেই চেয়ে
পায়নি যাকে জীবনগানে।

একটা ছেলে--
মেঘ ডাকলে
অধীর জানে
আচমকা ঘুম
ভেঙেই কাতর
একটা গোলাপ পাগলপারা
বেড়ায় খুঁজে
খুব চেনা এক
হাতের ছোঁয়া
ইথার কণায়
ভরসা জাগায়
জেগেই থেকে অন‍্যকোনে ।

সেই ছেলেটা---
হাঁটছে শুধুই
নিজের ভেতর
ছবির রঙে বাউন্ডুলে
হলেও ভীষন স্পর্শকাতর।
কবিতার খাতা
অক্ষর যত
বানভাসি হয়,
যন্ত্রণারা গুমরে কাঁদে
হৃৎপিণ্ডের প্রকোষ্ঠতে,
তবুও সে ঘর
আগলে রাখে
ঐ ছেলেটা গোপন হাতে
ওখানেই যে
বসতবাড়ি
ভালোবাসার---নীরবতা শব্দ শোনে ।।
                _________
                           ---- সন্দীপ ©

৪টি মন্তব্য: