নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

একপশলা দুপুর

সৌমেন দাস

সেদিনটা তোর হয়তো মনে নেই
কিংবা আজও পারিসনি ভুলতে
যেদিন মাঝ-দুপুরের নিরালায়
আমাদের অনেকদিনের আগলে রাখা হিসেবগুলো আচমকাই ওলট-পালট হল
আর কেমন করে যেন দমকা একপশলা হাওয়ায় অঝোরে বরষা নামল
ঠিক তখনি যখন তোর দু-ঠোঁট আমার দু-ঠোঁট ছুঁলো...

৩টি মন্তব্য: