ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

//নারীকে নারী বলেই সন্মান দিও..//

এইতো সেদিন ভিড়ের মাঝে আঁকড়ে ধরতে যাকে,
হঠাৎ কেন, কিসের ভুলে পর করলে তাকে?
নিশ্বাসে যার ঘুম আসত, বালিশ ভিজতো আবেগে,
এখন কেন সারাটা রাত কাটাও তুমি একলা জেগে?
যে দুটি হাত পরস্পর ছুঁতো তাদের আঙুলখানি,
আজকে প্রেমে হঠাৎ করে কিসের এত রাহাজানি?
একদিন তো ভালো বেসেই করেছিলে অনেক শপথ,
কিসের এত তাড়ার ছলে পাল্টে নিলে পুরানো পথ?
আজকে তাকে প্রেমিকা বলে পরিচয় দিতে সত্যি বাঁধে?
এদ্দিন তো রূপে-গুনে মুগ্ধ হয়ে, ডুবে ছিলে তারই স্বাদে।
"ভালোবাসা" অনুভূতি, "ভালোবাসা"য় সব ছিল,
আজকে দেখো রিয়েলিটি কত কিছু বদলে দিল।
যে "তুমি" টা ভীষণ চেনা, আজকে কেমন পাল্টি খেলে,
ভাবো তো,
আমিও যদি পাল্টে যেতাম, তোমার সাথে এমন হলে!!
আমায় নিয়ে চললে পথে শুনতে হবে অনেক কথা,
তাই তো তোমার পুরুষ সাজে আজ সেজেছে নীরবতা।
কোথায় ছিল সমাজ জ্ঞান? কোথায় তখন পরিবার?
যখন তুমি আমার সাথে মুহূর্তদের করতে পার।
আসলে কি বলোতো,
যার কাঁধে মাথা রেখে কাটত তোমার দিন,
সেই মেয়েটা অন্যরকম, নির্ভেজাল ভার্জিন।
তার বদলে ধর্ষিতা?
ভাবনি কখনো এমন হবে! তাই তো ঝুড়িঝুড়ি প্রতিশ্রুতি,
আগে যদি জানতে, তবে বাহানায় কবেই ঘটে যেত বিচ্যুতি।
আমিও আজ সত্যি জানলাম,
ভালোবাসা আর সম্পর্কের তফাৎ
সব চেয়ে বড়ো বেইমান বুঝেছি
বিশ্বাসের সেই দুটি হাত।
আচ্ছা, তোমার বোনের সাথেও এমন হলে?
বলছি না হবেই, তবে হতেও তো পারতো,
মেনে নিতে কেমন করে?
যখন সমাজ, প্রতিবেশী তাকেও পিষে পিষে মারতো?
সব নিয়মই বদলে যায় নিজের নিজের স্বার্থে,
হয়তো অন্য পরিকল্পনা ফিক্সড হয়েছে আমার পরিবর্তে।
তবে কি জানো তো, সময় সব ফিরিয়ে দেয়,
আগে হোক বা পরে,
যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছো,
হয়তো সেও রেখেছে অন্ধকারে।
হঠাৎ যদি জানতে পারো, তারও একজন এক্স ছিল,
আর গভীর ছিল সম্পর্ক তাদেরও,
সেদিনও তাকে ডিভোর্স দিয়ে
সমাজ সেবার আরও একধাপ পদ না হয় এগিও,
আজকে যাকে ত্যাগ করলে,
তার যোগ্য তুমি নও,
মাথা তুলে কজনে বা বলতে পারে নিজের কথা?
একদিন সে এঞ্জেল হবেই লিখবে নিজের রূপকথা।
সেদিন না হয় কষ্ট করে একবারটি পড়ে নিও,
প্রেমিকা নয়, স্ত্রী নয়, বোন নয়,
শুধু নারীকে নারী বলেই সন্মান দিও...

                                        _শিল্পা মণ্ডল

৫টি মন্তব্য: