ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

শতাব্দীর পর শতাব্দী ধরে...
                                   কস্তুরী


শতাব্দীর পর শতাব্দীর বুক চিরে
আলো আর আর্তনাদের ঢেউ আছড়ে পড়েছে
এই সাগর তীরে,
কত সার্নিম সূর্যের আনাগোনা,
বহু পড়ন্ত আলোয় স্নাত
এই বিশাল সম্পদ সম্ভার,

কত কত গোলাপ আর যূথিকার
হাত বদল হয়েছে।
মানুষ মানুষকে দেখেছে,
কিন্তু বোধ হয় চিনে উঠতে পারেনি।


যুগের পর যুগ
অন্ধকারের মতো
কত ভালবাসা, ঘেন্না, রাগ, অভিমান
ঘনীভূত হয়েছে
সমস্ত গোপন গভীর প্রকোষ্ঠে,
ঘরের ছাদের উপর
নির্ঘুম রাত্রিযাপন
ঘেঁষাঘেঁষি দুই শরীরের,
শতাব্দীর পর শতাব্দী ধরে
উষ্ণস্পর্শে অনন্ত সৃষ্টির উল্লাসে
মেতেছে প্রাণের অনন্ত বিস্তৃত সাগর।


যুগ যুগ ধরে
শতাব্দীর পর শতাব্দী ধরে
তুমি আর আমি তাকিয়ে থেকেছি
এই সাগর তীর থেকে,
ওই আলোর ওপারে অন্ধকারের দিকে।


আজ শতাব্দীর পর শতাব্দী ধরে...

1 টি মন্তব্য: