সীমন্তিনী
-রুন্না ভাওয়াল
এক কাপ চা হাতে বারান্দায় এলাম,
সূর্যের লাল আভাটাও যেন গনগনে মনে হচ্ছে।
তাতে অস্বস্তি বোধটা খুব একটাও বাড়ল না!
গরম কাপের ছ্যাঁকাটাও যেন গায়ে লাগলো না।
ততক্ষণে আবোল তাবোল চিন্তা ভাবনারা রাজত্ব করছে।
আমি কিন্তু রানী বা রাজকুমারী নই। কেবলই নর্তকী!
এখনো মনে আছে সেই দিনের কথা...
যেদিন বিকেলে রামধনু উঠেছিল আকাশছোঁয়া;
তখনও আমার সীমন্তিনী হওয়ার ইচ্ছে জাঁকিয়ে বসেনি।
জলসায় ঘুঙুর বেঁধে নাচতাম বইকী!
দ্বিধাবোধ গুলোকে মুষড়ে সিন্দুকে ভরে রাখতাম।
আর মন্ত্রী তুমি? তুমি তো আমার বাবার মতো ছিলে...
সেই তুমি আমায় নিংড়ে শুষে নিতে।
পারলে হয়তো দাঁত দিয়ে আমার শরিরটাও ছেঁড়ো!
কায়ক্লেশে দিনের সংখ্যা বাড়তে বাড়তে হঠাৎ...
বাহমানী রাজ্য আক্রমণ করলো;
তারপর ঠিক কী যে হল মনেই আসছে না।
নিজেকে পেলাম সিন্দুকে,যেখানে দ্বিধা গুলো গুটিশুটি মেরে ছিল।
দেখলাম এক কাপুরুষ সবার আড়ালে আমায় নিতে এসেছে!
সে-ই তো আমায় সীমন্তিনী হওয়ার ইচ্ছে জোগালো।
ঠিক আমাদের বিয়ের দিন: সে নেই!
ওরা যজ্ঞে ওর হাড় গুলো আহুতি দিল।
আমার পায়ে বেজে উঠল তাঁর সুপুরুষ হওয়ার ছন্দ।
সীমন্তিনী?সীমন্তিনী?.........
হঠাৎ দেখি মা ডাকছে গা-য়ে হাত দিয়ে!
বুঝলাম, ঘুঙুরের বিষবৃক্ষ পুঁতে ছিলো সীমন্তিনী।
-রুন্না ভাওয়াল
এক কাপ চা হাতে বারান্দায় এলাম,
সূর্যের লাল আভাটাও যেন গনগনে মনে হচ্ছে।
তাতে অস্বস্তি বোধটা খুব একটাও বাড়ল না!
গরম কাপের ছ্যাঁকাটাও যেন গায়ে লাগলো না।
ততক্ষণে আবোল তাবোল চিন্তা ভাবনারা রাজত্ব করছে।
আমি কিন্তু রানী বা রাজকুমারী নই। কেবলই নর্তকী!
এখনো মনে আছে সেই দিনের কথা...
যেদিন বিকেলে রামধনু উঠেছিল আকাশছোঁয়া;
তখনও আমার সীমন্তিনী হওয়ার ইচ্ছে জাঁকিয়ে বসেনি।
জলসায় ঘুঙুর বেঁধে নাচতাম বইকী!
দ্বিধাবোধ গুলোকে মুষড়ে সিন্দুকে ভরে রাখতাম।
আর মন্ত্রী তুমি? তুমি তো আমার বাবার মতো ছিলে...
সেই তুমি আমায় নিংড়ে শুষে নিতে।
পারলে হয়তো দাঁত দিয়ে আমার শরিরটাও ছেঁড়ো!
কায়ক্লেশে দিনের সংখ্যা বাড়তে বাড়তে হঠাৎ...
বাহমানী রাজ্য আক্রমণ করলো;
তারপর ঠিক কী যে হল মনেই আসছে না।
নিজেকে পেলাম সিন্দুকে,যেখানে দ্বিধা গুলো গুটিশুটি মেরে ছিল।
দেখলাম এক কাপুরুষ সবার আড়ালে আমায় নিতে এসেছে!
সে-ই তো আমায় সীমন্তিনী হওয়ার ইচ্ছে জোগালো।
ঠিক আমাদের বিয়ের দিন: সে নেই!
ওরা যজ্ঞে ওর হাড় গুলো আহুতি দিল।
আমার পায়ে বেজে উঠল তাঁর সুপুরুষ হওয়ার ছন্দ।
সীমন্তিনী?সীমন্তিনী?.........
হঠাৎ দেখি মা ডাকছে গা-য়ে হাত দিয়ে!
বুঝলাম, ঘুঙুরের বিষবৃক্ষ পুঁতে ছিলো সীমন্তিনী।
বাহ.... বেশ দীপ্তিময় লেখা।
উত্তরমুছুনঅপূর্ব
উত্তরমুছুন