ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১ এপ্রিল, ২০১৯

শিল্পী তোমাকে কুর্নিশ



         

প্রেমের খোঁজে একলা যুবক
পেরিয়ে গেছে কলেজ,সময়
এখন শুুধু প্রতীক্ষা রাত বিলম্বিত।

     


এমন সময় হঠাৎ করে
এক অপরিচিত অপরিচিতা
একলা দু'জন, আলাপ হলো।

       
কাটল কদিন,বললো কথা
আজকে তারা ঘুরতে যাবে
বেশ কিছুদূর নির্জনতায়........

         



ক্লান্ত প্রেমিক আরাম খুঁজে
ভরসা কোলে শীতল মাথা নামিয়ে দিল।

       


নামল যখন সন্ধ্যে তারা
এবার তাদের ফিরতে হবে
দু-পাশ থেকে সময় তাদের
দিচ্ছে তাড়া।

           
বলেই দিল আজকে ছেলে
তোমায় ভীষণ ভালোইবাসি
যেমন বাসে জোনাকি পোকা
রাতের বেলা।

       



অনেক দিন আলাপ পরে
এবার তাদের অনেক কাছে
চাইছে তারা-----
চারটে চোখেই একই সময় সন্ধ্যে নামুক।

             
   
আজকে তারা ভীষণ রকম নিজের দু'জন
রাঙিয়ে সিঁথি সাজিয়ে নিল এক-ছাদ-ঘর।

         


   
আজকে দু'জন আত্মগামী
জড়িয়ে ধরা স্বপ্নবিলাস
একজন বউ, ও'জন স্বামী।

               



জ্বরের গায়ে থার্মোমিটার বিফল হলে
কোলেই প্রিয় ঘুমিয়ে পরে শান্ত হয়ে।
ঠিক যতটা মায়ের মতো! তুমিও ভালো!!

           


একটা হেঁসেল, খুনসুটি হয় খুন্তি-কড়াই
তবুও মেয়ে,কম্প্রোমাইজ
গাল টিপে দেয়।

               
এইরকমই কয়েক বছর কাটল তাদের খুনসুটি মন
আজকে শ্যামের বাঁশির আওয়াজ উতাল করে রাধার মনে।

           

অনেক কাছে দু'জন শরীর
চুম্বনেরা শব্দহীনা

                   



থেকে গেছে সেই ঘাম মিশে যাওয়া গন্ধ তোমার চুলের
বালিশ বুঝেও করেনি নালিশ শেষ মিনিটের ভুলের!


                     

হঠাৎ যখন কষ্ট মেয়ের, কাঁধ পেতে দেয় প্রেমিক শরীর
মনখারাপের সঙ্গী হতে কোল পেতে দেয় সঙ্গীনি যার
সেই দু'জনই আসল বোঝে সম্পর্কের সঠিক মানে
আর কম্প্রোমাইজ টিকিয়ে রাখে বোঝাপড়া নিজস্বতার।
                


===========================
                         বিবরণ
===========================

এখানে ব্যবহৃত সমস্ত ছবি আপনার-আমার সবার প্রিয় শিল্পী রিয়া দাসের আঁকা।
এই অসাধারণ সৃষ্টি গুলিকে যখন রিয়া দেবী নিজের মনে একটা ভাবনা স্থির রেখে ছবিরূপ দেন এবং পরেই তা দর্শকদের জন্য বিলিয়ে দেন ফেসবুকে ঠিক তখনই এই বাস্তব ছবি গুলোকে দর্শক নিজের মতো করে একটা ভাবনায় ডুবিয়ে দেয় বা ডোবানোর চেষ্টা করে।

জলফড়িং ওয়েব ম্যাগাজিন এই প্রোজেক্টে দেখাল যে, কিভাবে শিল্পীর সৃষ্টি মানুষের মাঝে ছড়িয়ে গিয়ে গেঁথে যাচ্ছে তাদের মনে, যার খোঁজ শিল্পীও সবসময় পাচ্ছে না বা পায় না।
অথচ একজন শিল্পীর সার্থকতা তখনই, যখন তার সৃষ্টিকলা অন্য কোনো মনকে নাড়িয়ে তুলছে।

জলফড়িং ওয়েব ম্যাগাজিন এই ছবিগুলো দিয়ে একটা স্বচ্ছ প্রেম, একটা ছোট্টো সংসার আর কতগুলো নিজস্ব বোঝাপড়া যা একটা সাংসারিক সুস্থতা বজায় রাখতে সচেষ্ট, সেটাকেই তুলে ধরেছে।

আপনাদের কেমন লাগলো সেটা আপনারা মন্তব্য (ব্লগে) করে বলুন।
আর সেই সঙ্গে ভালোবাসার শিল্পী রিয়া দাসকে জানাই কুর্ণিশ।

[ কলমেঃ- জলফড়িং ইন্টারভিউ সেকশন  এডিটর সুদীপ্ত সেন(ডট.পেন) ]



৭টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. আমি বহুদিন থেকে রিয়া দাসের শিল্প এর সাথে পরিচিত উনি খুব আটপৌরে ভাবে শিল্পের মধ্যে দিয়ে গল্প বলেন খুব ভালো লাগে

    উত্তরমুছুন
  3. ছবিগুলো খুবই সুন্দর, তার সাথে সুন্দর করে ফুটে উঠেছে সুদীপ্তের ভাবনা.. এগিয়ে চলো জলফড়িং

    উত্তরমুছুন
  4. এক কথা অনবদ্য।
    শুভেচ্ছা রিয়া ও জলফড়িং এর জন্য।

    উত্তরমুছুন
  5. দারুণ কাজ, কবিতা এবং ছবি গুলি অনবদ্য। এমন করেই নিয়ত শিল্পী, কবি, লেখকরা আমাদের আলোকবর্তী করুন। আরো অনেক কাজ, হোক। ধন্যবাদ সব্বাইকে।

    উত্তরমুছুন