ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

প্লিজ যেও না
মৌমন মিত্র

তোমার নাভি চক্রে রাখব ওসে ভেজা পদ্মপাতা
এক মুঠো  মেঘের দীনতা।
প্লিজ ছেড়ে যেও না,

তোমার ত্বকের মসৃনতায়
আমি মিশব সম্ভাব্য আদরে!

প্লিজ যেও না।

লেপ কাঁথা মড়কে মোরা পুরনো বাসন কোসন
 মাদুর বালিশ চারিদিক তুমি তে মাখামাখি।
লক্ষীটি দোহাই তোমার প্লিজ ছেড়ে যেও না।

দক্ষিনা বাতাস ,চকিতে অনাবিল মুহূর্ত,
শিমুল ,বেলি ,চাপা ,রজনী
বুঝি না যে কোন ফুলের স্পর্শে কাতর হবে তুমি।

আমি শঙ্খর ধ্বনিতে, তোমার আবগের ঋণে, 
কফির নরম ধোঁয়ায়,
ঘুম ঘুম আদরে
অনাদিকাল তোমার স্পর্শে ভিজতে চাই।

মনে রেখে দিও
দোহাই তবু প্লিজ যেও না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন