বৈশাখী সংখ্যাঃ-
বহুদিন বিরত থাকার পর আবার এলাম ফিরে সাথে নিয়ে নতুন ইভেন্ট। এবারের সংখ্যা বৈশাখ নিয়ে। বৈশাখ আসলেই মনে পড়ে রাঙা পাঞ্জাবি পরে বাড়ির বড়দের সাথে হালখাতা করতে যাওয়া।এমন কিছু ছোটবেলার স্মৃতি হয়তো কাজের ব্যস্ততায় কিংবা বিকেল ফেরা দমকা হাওয়ায় আপনাদেরকেও মনে করিয়ে দিয়ে যায়।
বৈশাখের মেঘলা সকাল আর মেঘের সাথে পাল্লা দেওয়া বজ্র ফোরাম, কাজ ফেলে ছুটির মেজাজে আরাম কেদারা আর চায়ের ভাড়ে। কিংবা কাদা মেখে ফুটবল, বিকেলের পর ঠাকুমা বা দাদুর কাছে গল্পে মেতে ওঠা রোমাঞ্চকর সন্ধ্যে মেতে উঠবে বৈশাখ হয়তো এই ভাবে।
আবার কারো কাছে বাংলা ক্যালেন্ডারে প্রথম প্রেম, হলদে পাঞ্জাবি কিংবা সবুজ শাড়ি পরনে ছেলেটি আর মেয়েটি, জোড়াসাঁকো হোক কিংবা পোর্টবন্দরে।
@জয়দীপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন