ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

কবিতা


 রবি প্রণাম                                             পারমিতা ভট্টাচার্য
  পারমিতা ভট্টাচার্য
তোমার মতন করে , কেই বা ডাকতে পারে ,
এসো হে বৈশাখ আজই আমার প্রাণের পরে ।
প্রেমে – অপ্রেমে , তুমি থেকো দুঃখে – সুখে ,
খরবায়ু নিয়ে এসো এই ব্যাথাতুর বুকে ।
বৈশাখের দাবদাহে ক্ষীণ ক্লিষ্ট জীবনে ,
তোমার গান ঢালুক সুধা বিশ্ববাসীর প্রাণে ।
যূথী , বেল , মল্লিকা , মাধবীলতার ছোঁয়ায় ,
ধন্য হল মানব জনম , বৈশাখী মত্ততায় । 
রবি তুমি শুধু কবি নয় , নয় বৈশাখী আলাপে ,
তুমি চিরসখা আমার প্রাণের , আনন্দে – বিলাপে ।
তোমার মত এমন ব্যাকুল কয় জনারই ডাক ,
তোমার পায়ে শত প্রণাম কবি , জীবনে বৈশাখী ছোঁয়া পাক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন