ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

কবিতা

 
 ভবিষ্যত

মুঠো থেকে হারিয়েছে ঘুম
চুম্বনে লেগে আছে লম্পট প্রশ্নদাগ।

তোমাকে গোছাতে গিয়ে বহুবার
অবাধ্য এ বর্তমান,
সময় চিনেছে ভালো থাকা আপেক্ষিক।
কুয়াশার তেজ কেটে
নেমে আসা রোদের শহর---
যেন আজ আমি তার কেউ নই,
শুধু আগামীকে ভেবে এই পথ।

তোমাকে দেখবো বলে
আরো বহুবার...
আমি ঈশ্বর ভেবে ছুঁয়ে দেখেছি জ্বর।

অন্তরা চট্টোপাধ্যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন