সুখের সন্ধান
-----------
জীবনের সব পাওয়াকে বোধহয় পাওয়া বলে না।
আবার সব না পাওয়াতেও, দুঃখ হয় না কখনো।
পাওয়া, না পাওয়ার সূক্ষ্ম সীমারেখাটা খুবই ঠুনকো।
ধনাত্মক বা ঋণাত্মক ভাবনাতেই, তার আশ্রয়।
মনে আমি যদি পেয়েছি ভাবি কিছু,
সেটা ভেবেই কাটিয়ে দিতে পারি, অযুত-নিযুত বছর।
আবার পেয়েও যদি পাই নি ভাবি,
শত চেষ্টাতেও শান্তি খুঁজে পাবো না তিনভুবনে।
যা কিছু পেয়েছি, সেইটুকুই সম্বল করে,
যা পাই নি, তার আক্ষেপ না রেখে,
নিজের মতো করে এগিয়ে চলতে পারা মানুষগুলো,
জীবনে সত্যিই সুখের সন্ধান পায়।
************
পাপিয়া মণ্ডল
-----------
জীবনের সব পাওয়াকে বোধহয় পাওয়া বলে না।
আবার সব না পাওয়াতেও, দুঃখ হয় না কখনো।
পাওয়া, না পাওয়ার সূক্ষ্ম সীমারেখাটা খুবই ঠুনকো।
ধনাত্মক বা ঋণাত্মক ভাবনাতেই, তার আশ্রয়।
মনে আমি যদি পেয়েছি ভাবি কিছু,
সেটা ভেবেই কাটিয়ে দিতে পারি, অযুত-নিযুত বছর।
আবার পেয়েও যদি পাই নি ভাবি,
শত চেষ্টাতেও শান্তি খুঁজে পাবো না তিনভুবনে।
যা কিছু পেয়েছি, সেইটুকুই সম্বল করে,
যা পাই নি, তার আক্ষেপ না রেখে,
নিজের মতো করে এগিয়ে চলতে পারা মানুষগুলো,
জীবনে সত্যিই সুখের সন্ধান পায়।
************
পাপিয়া মণ্ডল
খুব সুন্দর কথার মালা
উত্তরমুছুনSothik upolobdhi
উত্তরমুছুন