নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

#অপেক্ষা
#মুনমুন_মুখার্জ্জী

কালো মেঘে ঢেকেছে আকাশ, মন হল উচাটন,
অপেক্ষায় বসে আছি তুমি আসবে কখন?
ঠিকানা বদল করেছি বলে পাবে না তা কি হয়?
ভালবাসার ঠিকানা পেতে আসবে নিশ্চয়ই।
মনের টানে কেউ কাউকে ঠিক খুঁজে নেয়,
ঘড়ির কাঁটা তাদের জন্যই থমকে দাঁড়ায়।
তোমার অপেক্ষায় দুঃখের মাঝে প্রাণ খুলে হাসি,
নিজেকে আড়াল করে শুধু তোমাকে ভালবাসি।

২টি মন্তব্য: