ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

কিস্তিমাত!

‘সাদা কালো ঘুঁটিতে’ তখন নৈরাজ্যের আবাস!
জীবন-দাঁড়িপাল্লায় একটা প্রথাগত জয় আর পরাজয় ----
অর্থাৎ, বীভৎস এক কৃত্রিম খেলা
এক গুরুত্বহীন মরণখেলা
এক অনিবার্য শেষের খেলা!
নাম ‘জীবন-দাবা।’

ধরা যাক,
নিয়মের ‘সাদা ঘুঁটিটা’ অমীমাংসিত এক জীবিত দাবি।
সামনের ‘কালোটা’ রাষ্ট্রের নিরক্ষর তর্জনী
সঙ্গে চাবুকের এক নম্র তান্ডব ----
আর অজস্র বিনোদনের হাসি।

শুরুতেই...
সাদা সৈন্যের এক ভ্রুণ
মায়ের কোলই হল তার কবরজমি।

 এক পৈশাচিক দেনা দিয়ে খেলাটা কেমন শুরু!


অবশেষে, লাল নীল গেরুয়া রক্তের মিছিলে
খেলা যখন তুঙ্গে
তখন চেক আর নয়,
ডিরেক্ট চেকমেট আগ্রাসনের আওতায়।

পূর্বনির্ধারিত খেলা শেষ!
ওদের অবশ্যম্ভাবী মৃত্যুরও মৃত্যু হয়েছে।
কালো-রাষ্ট্র
তোমায় ‘কুর্নিশ’ - তোমায় ‘সেলাম’
তোমায় ‘শুভেচ্ছা’ জানাই!
তুমি জিতে গেছ -----
জিতে গেছ ওদের মৃতদেহে লাথি মেরে।।।


সুমি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন