ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

কবিতা


যদিও গরাদে...
এইমাত্র আমার পোষা খরগোশগুলোকে ঘাস দিয়ে এলাম। ওরাও জিভে ঘাস বুনতে বুনতে জানিয়ে দিল ভালো আছে
যদিও গরাদে। তবু ওরা পাগল নয়
না হলে নিশ্চিত, ঘাস-খেলাপে জানিয়ে দিত আলো নেই



ফিরে যেতে হয় বলে

গাছকে ভালোবাসো বা,
শিশিরের আশেপাশে
খুঁড়ে দ‍্যাখো তোমার অতীত
ওখানে বসে থেকো
ওখানে বসে থেকো না
স্তব্ধ হয়ে আমার মতো
এ ঠিকানা তোমার নয়
এ ঠিকানা তোমার হবে জেনে’ও
ফিরে এসো
ফিরে যেতে হয় বলে


জ‍্যোতির্ময় মুখার্জি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন