নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ৩ এপ্রিল, ২০১৯


লোভ:
জয়ীতা চ্যাটার্জী

খাঁটি সোনা দিয়ে নাকি গয়না হয়না, তাই গয়না হওয়ার লোভে রক্তে মেশালাম কিছু খাদ।
নিজের অলঙ্কারে অলঙ্কৃত করবো অন্যদের এই ছিল জীবনের সাধ।
আয়োজন শুরু হল মূল্যহীন থেকে মূল্যবান হয়ে ওঠার, জানা ছিল না কতটা অনুপাত।
যেমন বসন্তে বর্ষা মিশে গেলে হারিয়ে যায় প্রেম,
তেমনি সস্তা আবর্জনা মিশতে মিশতে পরে রইল শুধু খাদ।
দাঁড়িয়ে ছিলাম সোজা অক্ষরের মতো,
 নিমেষে তাকিয়ে দেখি পাল্টেছে শব্দের মানে।
পায়ের তলায় থেকে সরে গেছে হসন্ত
 এখন আর চিনতে পারি না নিজেকে ,
না পারে চিনতে ওরা আমাকে।
তবু তো রক্ত আজও লাল কৃষ্ণচূড়ার রঙে,
মানুষ হয়েই বেঁচে আছি নকল পোশাকের ঢঙে।
মূল্যবান হওয়ার ছলে অমূল্য হওয়া হল না।
তোমার হিংস্র বিশ্বাসকে বাঁচিয়ে রাখি,
 মানুষ আমায় বলো না।।

৬টি মন্তব্য: